Home আইন আদালত এএসপি পদমর্যাদার ৫০ কর্মকর্তার পদায়ন

এএসপি পদমর্যাদার ৫০ কর্মকর্তার পদায়ন

SHARE

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৫০ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উল্লিখিত কর্মকর্তারা বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবে, অন্যথায় ৮ ডিসেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবে।