Home আন্তর্জাতিক চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই

SHARE

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই। আজ বুধবার ৯৬ বছর বয়সে চীনের সাবেক এ নেতা মারা গেছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, বুধবার স্থানীয় সময় বেলা ১২টা ১৩ মিনিটে মারা গেছেন জিয়াং। প্রাণঘাতী লিউকেমিয়া ও অন্যান্য রোগে দীর্ঘদিন ভোগার পর সাংহাই শহরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি, সংসদ, মন্ত্রিপরিষদ এবং সামরিক বাহিনী সাবেক এই নেতার মৃত্যুর ঘোষণা দিয়ে চীনা জনগণের কাছে একটি চিঠি প্রকাশ করেছে।