আবারও হাসপাতালে ভর্তি হলেন পেলে। ব্রাজিলিয়ান লিজেন্ডের ভক্তদের এজন্য দুশ্চিন্তার কোনও কারণে নেই। ক্যানসারের চিকিৎসা চলছে তার। শারীরিক অবস্থার পুনর্মূল্যায়ন করতে মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল।
হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার জানায়, ‘চিকিৎসা শেষে রোগীকে কমন রুমে নেওয়া হয়েছে। সেমি-ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়ার প্রয়োজন পড়েনি।’
পেলের হাসপাতালে ভর্তির খবরে গণমাধ্যমে নানা ধরনের শঙ্কা প্রকাশ করা হলে তার মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে জানান, কোনও জরুরি অবস্থার কারণে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এটি নিয়মমাফিক চিকিৎসার অংশ।
গত বছর সেপ্টেম্বরে কোলন থেকে একটি টিউমার অপসারণ করা হয় ৮২ বছর বয়সী পেলের। তারপর থেকে প্রায় সময় হাসপাতালে আসা যাওয়ার মধ্যে থাকতে হয়েছে তিনবার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলারকে। 5