‘চিয়ার্স’ খ্যাত মার্কিন অভিনেত্রী কার্স্টি অ্যালি ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন। ৭১ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুর কথা পরিবারের সূত্রের বরাত প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অভিনেত্রীর সন্তানরা জানিয়েছেন, ‘আপনাদের অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রেমময় মা মারা গেছেন।’
১৯৮০ ও ৯০-এর দশমে কমেডি সিরিজ ‘চিয়ার্স’-এ অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন অ্যালি। সিরিজটিতে টেড ড্যানসনের বিপরীতে রেবেকা হাওয়ের ভূমিকায় দেখা যায় তাকে।
অ্যালি সিরিজটিতে যোগ দেয়ার পরে ১৪৭টি পর্বে অভিনয় করেন অ্যালি। এতে পাব ম্যানেজার হিসেবে অভিনয়ের জন্য এমি পুরস্কারও লাভ করেন তিনি। এছাড়া ‘স্টার ট্রেক ২: দ্যা ওয়ার্থ অব খান’, ‘ড্রপ ডেড গর্জিয়াস’ ও ‘দ্যা লুক হু’স টকিং’ সিরিজেও দেখা যায় তাকে।