Home জাতীয় যেকোনো মুহূর্তে রোহিঙ্গাদের ফেরত নিতে পারে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

যেকোনো মুহূর্তে রোহিঙ্গাদের ফেরত নিতে পারে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

SHARE

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যেকোনো মুহূর্তেই মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারে। এ জন্য তারা কয়েকশ লোককে ভেরিফাইও করেছে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ এর অনুষ্ঠান শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ২০১৬ সালের পর বাংলাদেশে এসেছে, তাদের মিয়ানমার ফিরিয়ে নিতে রাজি। কিন্তু যারা ২০১৬ সালের আগে এসেছে, তাদেরকে নিয়ে যেতে রাজি নয়। ইতোমধ্যে মিয়ানমার যেসব রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করেছে, তাদের যেকোনো মুহূর্তে সেদেশে নিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, যারা ২০১৬ সালের আগে এসেছিল তাদের সংখ্যা ৩৩ হাজার। তাদেরকে মিয়ানমার না নিয়ে গেলে যুক্তরাষ্ট্রসহ যে দেশগুলে রোহিঙ্গা নিয়ে যাচ্ছে, তাদেরকে পুরোনো রোহিঙ্গাদের নিয়ে যেতে সুপারিশ করা হবে।
প্রসঙ্গত, ৮ ডিসেম্বর প্রথম পর্যায়ে ২৪ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।