Home খেলা ডি মারিয়ার জন্য আমার করুণা হয়: নেদারল্যান্ডস কোচ

ডি মারিয়ার জন্য আমার করুণা হয়: নেদারল্যান্ডস কোচ

SHARE

জাতীয় দল আর্জেন্টিনাকে বহু ম্যাচ জিতিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, পিএসজির হয়ে অসংখ্য স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে সুপার ফ্লপ হন এ উইঙ্গার।
২০১৪-১৫ সালে মাত্র এক মৌসুমেই ম্যানইউর জার্সিতে খেলেন ডি মারিয়া। নিজের ক্যারিয়ারে ওই সিজনকে দুঃস্বপ্ন হিসেবে দেখেন ডি মারিয়া। সেসময় রেড ডেভিলদের কোচ লুই ফন গালের অধীনে খেলেন তিনি।
সেই কোচেরই নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে ফন গালকে নিজের ক্যারিয়ারে সবচেয়ে খারাপ কোচের তকমা দেন ডি মারিয়া। এবার সেই সমালোচনার জবাব দিলেন ফন গাল। স্কাই স্পোর্টস ও মার্কার প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডি মারিয়া খেলোয়াড়ি জীবনে আমাকে সবচেয়ে খারাপ কোচের অ্যাখ্যা দিয়েছে। বিষয়টা আমার একেবারেই পছন্দ হয়নি। তার মতো এমন চিন্তাধারা খুব কম ফুটবলারের রয়েছে। কারণ, অনেক সময় কোচদের বাধ্য হয়ে কিছু সিদ্ধান্ত নিতে হয়। সেটা খেলোয়াড়দের পছন্দ নাও হতে পারে।
ডাচ কোচ বলেন, ডি মারিয়ার জন্য কিছুটা করুণাই হয় আমার। মেম্ফিস ডিপে আমার পাশেই বসে আছে। তারও একসময় এমনটা মনে হতো। এখন আমাদের মধ্যে একে অপরকে চুমু খাওয়ার মতো সম্পর্ক।
নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টারে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচের আগে আলবিসেলেস্তে শিবিরে চোট আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে। ডি মারিয়া খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। উপরন্তু রদ্রিগো ডি পলের খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়।