Home খেলা আর্জেন্টিনার ‘আবেগ ও হৃদয়’ আছে : মার্টিনেজ

আর্জেন্টিনার ‘আবেগ ও হৃদয়’ আছে : মার্টিনেজ

SHARE

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন ‘আবেগ ও হৃদয়’ দিয়েই আজ তারা বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গেছে। বিশেষ করে নানা সমস্যায় জর্জরিত আর্জেন্টিনার জন্য কিছুটা হলেও আনন্দ উপহার দিতে পেরে দারুন উচ্ছসিত এই গোলরক্ষক।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়ের অন্যতম নায়ক ছিলেন এই মার্টিনেজ। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় গড়িয়ে ম্যাচটি যখন ২-২ গোলে ড্র হয় তখন ভাগ্য নির্ধারনের জন্য টাই ব্রেকারের প্রয়োজন হয়। নেদার‌্যলান্ডের প্রথম দুটি শট রুখে দিয়ে মার্টিনেজ আর্জেন্টিনাকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে টিকিট কেটে লিওনেল মেসির আর্জেন্টিনা। মঙ্গলবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
মার্টিনেজ বলেন, ‘আমরা সেমিফাইনালে কারন আমাদের মধ্যে আবেগ ও হৃদয় আছে। আমরা সবাই এই মুহূর্তে অত্যন্ত আনন্দিত, সাথে দেশের মানুষও। প্রথম যে বিষয়টি আমার মাথায় এসেছে তা হলো আবেগ। ৪৫ মিলিয়ন মানুষের জন্য আমি এটা করেছি। আর্থিক অবস্থা বিবেচনা করলে এই মুহূর্তে আমাদের পুরো দেশ মোটেই ভাল অবস্থানে নেই। এই সময়ে দেশের মানুষকে জয় উপহার দিতে পারাটা আমার জন্য সবচেয়ে স্বস্তির, আনন্দের।’
স্প্যানিশ রেফারি এনোটানিও মাতেও লাহোচের সমালোচনা করে মার্টিনেজ বলেন, সে খুবই আগ্রাসী ছিল। তাকে কোন কথা বলতে গেলে সে বাজেভাবে তার উত্তর দিয়েছে। ১০ মিনিট ইনজুরি টাইম দিয়েছে এবং একইসাথে নেদারল্যান্ডের পক্ষে সব ফ্রি-কিক দিয়ছে। স্পেন যেহেতু বাদ পড়েছে তাই সে চেয়েছে আমরাও যেন বিদায় হই।’
গত মঙ্গলবার শেষ ষোলর ম্যাচে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিশ^কাপ থেকে বিদায় নিয়েছে স্পেন।