Home বিনোদন জ্যাকলিনের বিরুদ্ধে নোরার মামলা!

জ্যাকলিনের বিরুদ্ধে নোরার মামলা!

SHARE

বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে দিল্লির আদালতে মানহানির মামলা দায়ের করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি।
মামলার অভিযোগপত্রে নোরা উল্লেখ করেন, তার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল জ্যাকলিন। তাকে কলুষিত করতে আর খুব নোংরা কিছু কারণে তার নামে মানহানিকর কিছু তথ্য দিয়েছে জ্যাকলিন, নিজের স্বার্থে নোরার বিরুদ্ধাচরণ শুরু করেন। তাই বাধ্য হয়েই এই মামলা করেন দাবি করেন এই অভিনেত্রী।
নোরা তার অভিযোগে লেখেন, জ্যাকলিন ফার্নান্দেজ নিছক মানহানিই করেননি, রীতিমতো ফৌজদারি অপরাধ করেছেন। এর আগে ২০০ কোটি টাকা ঘুসের মামলায় সম্প্রতি ইডির জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। তাকে জেরা করার পরই উঠে আসে নোরা ফতেহির নাম। এই মামলায় মুখ্য অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে থাকার কারণেই এই মামলায় নাম জড়ায় জ্যাকলিনের।
সম্প্রতি জ্যাকলিনের বিরুদ্ধে একাধিক অভিযোগের উল্লেখ করে তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন নোরা। কারণ জ্যাকলিন পিএমএলএ আদালতে একটি অভিযোগ জমা করেছেন, যে অভিযোগপত্র লেখা আছে, ‘ইডি জ্যাকলিনকে মিথ্যা ফাঁসাচ্ছে, যেখানে তিনি ছাড়াও নোরা ফতেহির মতো আরও কিছু সেলেব সুকেশ চন্দ্রশেখরের থেকে বহুমূল্যের উপহার পেয়েছে। তার সাক্ষিও আছে।’ নোরা ফতেহি সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন।
নোরা দাবি করেছেন, সুকেশের সঙ্গে সরাসরি তার কোনো সম্পর্ক ছিল না। এমনকি তার থেকে কোনো উপহার নেওয়ার অভিযোগও উড়িয়ে দেন অভিনেত্রী। তবে নোরা ফতেহি জ্যাকলিন ছাড়াও একাধিক মিডিয়া হাউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। নোরার দাবি জ্যাকলিনের উসকানিতেই সেসব মিডিয়া হাউজগুলো নোরাকে হেনস্তা করেছে।