Home আন্তর্জাতিক ইউক্রেনকে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা

ইউক্রেনকে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা

SHARE

বারবার রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করতে কানাডা দেশটিকে ১১৫ মিলিয়ন ডলার দেবে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্যারিসে ইউক্রেনীয় জনগণের সম্মেলনে অংশ নেওয়ার সময় কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ ঘোষণা দেন।
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, রাশিয়া ও বেলারুশ থেকে আমদানিকৃত পণ্যের উপর সংগৃহীত রাজস্ব থেকে কিয়েভকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। পুতিন ও তার সহযোগীরা যুদ্ধাপরাধী। ইউক্রেনের জনগণের চেতনা ভাঙতে তারা শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আরও জানান, তার দেশের অর্থায়ন ইউক্রেনকে দেশের জ্বালানি অবকাঠামো সুরক্ষিত করতে সাহায্য করবে। আসন্ন কঠোর শীতে এটি বিশেষভাবে প্রয়োজন।
এর আগে সোমবার (১২ ডিসেম্বর) জি-৭ জানিয়েছে, তারা ইউক্রেনে সহায়তার সমন্বয় করতে এবং দেশটির পুনর্গঠনে সহায়তা করার জন্য একটি মাল্টি এজেন্সি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে।
খবর রয়টার্স