Home আইন আদালত ডিএমপির তিন এডিসি ও এক এসিকে বদলি

ডিএমপির তিন এডিসি ও এক এসিকে বদলি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার একজন কর্মকর্তাসহ চারজনকে কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, ১৩ ডিসেম্বর ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃতরা হলেন- ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিনকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে, ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীমকে সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলমকে ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে বদলি করা হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতিময় সাহাকে গোয়েন্দা-গুলশান বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।