Home খেলা আমি তৈরি, চলো আর্জেন্টিনা : মেসি

আমি তৈরি, চলো আর্জেন্টিনা : মেসি

SHARE

ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে লিওনেল মেসির হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে চলছে জোর গুঞ্জন। কোচ লিওনেল স্কালোনি বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিলেও বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জোর গলায় জানাচ্ছে মেসির ইনজুরির কথা। অনেকের দাবি ফাইনালে মেসিকে নাও দেখা যেতে পারে।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিলেন খোদ মেসি। নিশ্চিত করলেন ফ্রান্সের বিপক্ষে মাঠে থাকছেন তিনি। ফরাসিদের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনার অধিনায়ক।
নিজের ইনস্টাগ্রাম পেজে মেসি নিজের ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, মেসি মাঠে বসে জুতোর ফিতে বাঁধছেন আর হাসছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আমি তৈরি। চলো আর্জেন্টিনা।’

সেমি ফাইনালের ম্যাচে বেশ কয়েকবার অস্বস্তিতে ভুগতে দেখা গিয়েছিল মেসিকে। তখন থেকে গুঞ্জন ইনজুরি নিয়ে। আগুনে ঘি ঢেলে দেয়ার পরিস্থিতি হয় যখন টানা দুই দিন তিনি দলের সঙ্গে অনুশীলনে অনুপস্থিত ছিলেন।
শুক্রবার স্কালোনিকে মেসির ইনজুরির বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছিলেন, ‘যেমনটা আপনাদের কাছে এসেছে তেমন কিছুই হয়নি। ফাইনালে মেসির না খেলার কোনো কারণ নেই।’
মেসির যে ইনজুরি নেই, তিনি যে ফিট আছেন সেটির নিশ্চয়তা এসেছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের বরাতেও। তিনি বলেন, ‘মেসির কোনও ইনজুরি নেই। শারীরিকভাবে খুব ভাল জায়গায় রয়েছে লিও। সে সব ম্যাচেরই সেরা।’
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করেছেন লিওনেল মেসি। অ্যাসিস্ট রয়েছে তার ৩টি। চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের অন্যতম দাবিদারও আর্জেন্টাইন এই তারকা।