Home জাতীয় মোগলহাট স্থলবন্দর আবার চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোগলহাট স্থলবন্দর আবার চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

SHARE

ভারতের দিনহাটা ও লালমনিরহাটের পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর আবার চালু হবে। এছাড়া ভারতের সঙ্গে দেশের ৫০ নদীর সমস্যার সমাধান হবে।

রোববার (১৮ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট চেম্বার অব কমার্স ও পৌরসভার যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরবঙ্গকে বলা হয় দেশের শস্য ভাণ্ডার। লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন ইকোনিক জোন করা হবে। এ জন্য সকলের নৈতিক দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করা।

লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ চেম্বারের নেতারা বক্তব্য দেন।