আজ (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ‘পূর্ণিমা রাতের মুখগুলো’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে। নাটকটি উইলিয়াম শেক্সপিয়রের ‘এ মিড সামার-নাইটস্ ড্রিম’- এর ছায়া অবলম্বনে লেখা।
তবে কাহিনি সাজানো হয়েছে বাঙালির রূপকথাকে কেন্দ্র করে। লিখেছেন ড. মাহফুজা হিলালি, নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। গানের সুরারোপ এবং সংগীত পরিচালনা করেছেন রমিজ রাজু।
অন্যদিকে আলোক নির্দেশনা দিয়েছেন পলাশ হেনড্রি সেন, কোরিওগ্রাফি করেছেন অনিকেত পাল, পোশাক পরিকল্পনা করেছেন আফসান আনোয়ার, পোস্টার ডিজাইন করেছেন আমিনুর রহমান মুকুল। প্রযোজনাটি মঞ্চে আনছে ‘নাট্যলোক’, সিরাজগঞ্জ।