নড়াইলে রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবাকেন্দ্রের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য এমপি।
গতকাল রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে চিকিৎসা সেবাকেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য বলেন, বর্তমান সরকারের আমলে সব ধর্মের লোক শান্তিতে বসবাস করছে। সব ধর্মের প্রতি সমান অধিকার-এ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালনা করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সব স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, মনোরঞ্জন কাপুড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর তাপসী কাপুড়িয়া, লোহাগড়া পূজা উদযাপনের সাধারণ সম্পাদক তারকচাঁদের উত্তরসূরী পরীক্ষিত গোসাই, আশ্রমের উপাধ্যক্ষ স্বামী আরাধনানন্দসহ অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ।