Home খেলা মেসির জার্সিতেই অনুশীলনে সাকিব

মেসির জার্সিতেই অনুশীলনে সাকিব

SHARE

কাতার বিশ্বকাপের ফাইনাল হয়ে গেছে আরো এক দিন আগে। কিন্তু বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ফুটবল উন্মাদনা এখনো কমেনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাতে তিনি মেসির জার্সি পরে মাঝরাতে রাস্তায় নেমেছিলেন। আজ তাকে দেখা গেল আর্জেন্টিনার জার্সি গায়ে মিরপুরে অনুশীলন করতে। বাংলাদেশ অধিনায়ক নেমেছেন লিওনেল মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেই!
আগে থেকেই সকলের জানা, লিওনেল মেসির ডাই হার্ড ফ্যান বাংলাদেশ অধিনায়ক সাকিব। মেসির জন্য তিনি আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজি’র ভক্ত। আর্জেন্টিনার জার্সিতে মেসি জিতেছেন বিশ্বকাপ। সেই রোমাঞ্চে এখনও ডুবে আছেন সাকিব। তাইতো জাতীয় দলের অনুশীলনে মেসির জার্সি গায়ে চলে আসেন মিরপুরের সবুজ গালিচায়।
ঢাকা টেস্টকে সামনে রেখে মঙ্গলবার দুপুর ২টায় অনুশীলনে নামে বাংলাদেশ দল। গা গরমের জন্য শুরুতে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেন সাকিব, লিটনরা। ড্রেসিংরুম থেকে সাকিব বের হন আর্জেন্টিনার জার্সিতে। মেসির নাম ও নম্বর দেওয়া জার্সিতে বেশ উল্লসিত লাগছিল তাকে। ফুটবল নিয়ে মেতে উঠেন আনন্দে।