Home আইন আদালত ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাসহ পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামালকে ডিবি-লালবাগ বিভাগে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে পল্লবী জোনাল টিমে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
একই আদেশে ট্রাফিক ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়কে পেট্রোল-ওয়ারী হিসেবে, পেট্রোল-ওয়ারীর সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম মোর্সেদকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) ও সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম-২) নীপা বিশ্বাসকে ট্রাফিক ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি হিসেবে করা হয়েছে।