Home খেলা দলের এমন লড়াইয়ে গর্বিত সাকিব

দলের এমন লড়াইয়ে গর্বিত সাকিব

SHARE

ঢাকা টেস্টে ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে ম্যাচটি বের করে নেয় দুই ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ার ও রবিচন্দ্রন অশ্বীন। মমিনুল হক অশ্বীনের ক্যাচ না ফেললে গল্পটা অন্য রকমও হতে পারত।
তবে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার জন্য দলকে নিয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমরা সবাই জানতাম যে মিরপুরে আমাদের সুযোগ আছে। দারুণ টেস্ট হয়েছে, এটাই দর্শকরা ভালোবাসে। দুই দলই ভালো খেলেছে। চাপ সামলে দারুণ জুটি গড়েছে শ্রেয়াস ও অশ্বিন- এ জন্য তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। ওদের যখন জয়ের জন্য ৭০ রানের মতো দরকার, তখন আমাদের একটি উইকেট পেলেই হতো। অনেক কিছু হতে পারত, তবে যেভাবে আমরা লড়েছি – তাতে আমরা গর্বিত।’
ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও ভারতের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। চট্টগ্রামে ১৮৮ রানে জয়ের পর ঢাকায় ভারত জিতল ৩ উইকেটে।