Home আইন আদালত ডিএমপির ৭ থানায় নতুন ওসি

ডিএমপির ৭ থানায় নতুন ওসি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, ৭টি থানা হচ্ছে উত্তরা পশ্চিম, মিরপুর মডেল, ওয়ারী, ভাষানটেক, ভাটারা, বিমানবন্দর ও নিউমার্কেট থানা।
অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীনকে মিরপুর মডেল থানায়, মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমানকে ওয়ারী থানায়, ভাষানটেক থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাটারা থানায়, ডিএমপির লজিস্টিক বিভাগ বিভাগ ইন্সপেক্টর জানে আলম মুনশীকে ভাষানটেক থানার ওসি হিসেবে, ওয়ারী থানার ওসি মো. কবির হোসেন হাওলাদারকে গোয়েন্দা মতিঝিল বিভাগের ইন্সপেক্টর হিসেবে, লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ মাসুদ আলমকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে, দক্ষিণখান থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল হককে বিমানবন্দর থানায় ওসি হিসেবে, বিমানবন্দর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে এবং নিউমার্কেট থানার ওসি মো. আব্দুল লতিফকে অপারেশন বিভাগে ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে।