Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

SHARE

মাদক বিক্রি ও সেবনের দায়ে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক আসামিদের কাছ থেকে ৮ হাজার ৪৫১ ইয়াবা, ৩১ দশমিক ২ গ্রাম হেরোইন, ১৬০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি ৪২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটকদের নামের ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।