Home আন্তর্জাতিক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

33
0
SHARE

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট তার ভ্যাটিকানের বাসভবনে মারা গেছেন। আজ শনিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেশ কিছুদিন ধরেই চিকিৎসকের অধীনে ছিলেন ৯৫ বছরের এই ধর্মগুরু। এর আগে গত বৃহস্পতিবার তার অসুস্থতার খবর জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তার সুস্থতার জন্য দোয়ার দরখাস্তও করেন। শেষমেশ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান ও একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট বয়সের কারণে স্বেচ্ছায় ইস্তফা দেন। বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস।