Home আন্তর্জাতিক পাকিস্তানের সেনাপ্রধান সৌদি সফরে গেছেন

পাকিস্তানের সেনাপ্রধান সৌদি সফরে গেছেন

SHARE

পাকিস্তানে অর্থ ও রাজনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সৌদি আরবে সফরে গেছেন নতুন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিম। সরকারি সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সিওএএস সৌদি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দেশের সামরিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হবে।
সৌদির প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদে সৈয়দ আসিম মুনিম এবং সৌদির প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের বৈঠক হয়েছে।
প্রিন্স খালিদ বিন সালমান এক টুইট বার্তায় জানান, ‘আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিয়েছি। দ্বিপক্ষীয় সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক পর্যালোচনা করেছি এবং আমাদের সহযোগিতা জোরদার করার ওপায় নিয়ে আলোচনা হয়েছে।’
জেনারেল সৈয়দ আসিম মুনিম বিদায়ী বছরের নভেম্বরে দায়িত্ব নেন। সৌদিতে সফরের পর সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি।
খবর আল-জাজিরা