Home বিনোদন কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে

কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে

SHARE

আসছে ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কার্তিক আরিয়ানের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘শেহজাদা’। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেলার। ‘শেহজাদা’ সিনেমাটি মূলত তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’র হিন্দি রিমেক।

তেলেগু সিনেমাটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। হিন্দি রিমেকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কৃতী শ্যাননকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালাসহ আরও অনেকে।

ট্রেলারে উত্তেজনাময় অ্যাকশনে অংশ নিতে দেখা যাচ্ছে কার্তিককে। যা দেখে আরও উচ্ছ্বসিত তার অনুরাগীরা। কার্তিক কতটা ভালো অভিনয় করতে পারবে, এখন সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, গত বছরটি খুব ভালো কেটেছে কার্তিক আরিয়ানের। তার অভিনীত সবকটি সিনেমাই দারুণ সফলতা লাভ করেছে। চলতি বছরও তার একাধিক সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘শেহজাদা’ ছাড়াও তাকে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’, ‘আশিকি ৩’ এবং নাম ঠিক না হওয়া বেশ কিছু সিনেমাতে।