রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে দুইজনের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স কফিস রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার মো. আব্দুল আহাদ সাংবাদমাধ্যমকে বলেন, রেস্টুরেন্টটিতে একজন আরেকজনকে গুলি করেছে। ইতোমধ্যে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বৈধতা এবং তাদের নাম-পরিচয় যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।