Home বিনোদন বক্সঅফিসে বাজিমাত বিজয়-রাশমিকার ‘বারিসু’

বক্সঅফিসে বাজিমাত বিজয়-রাশমিকার ‘বারিসু’

SHARE

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপাতি বিজয় ও রাশমিকা মান্দানা। বুধবার (১১ জানুয়ারি) মুক্তি পেয়েছে তাদের নতুন সিনেমা ‘বারিসু’। মুক্তি পেয়েই বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি।

ছবিটি নির্মাণ করেছেন ভামসি পায়দিপল্লী। মুক্তির প্রথম দিনে বাজিমাত করেছে ‘বারিসু’। ছবিটি তামিল-হিন্দি দুই ভার্সনেই মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার মাত্র চার দিনেই বিশ্বব্যাপী শত কোটি রুপির বেশি আয় করেছে এটি!

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানান, বিজয়-রাশমিকা অভিনীত ‘বারিসু’ ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।

জানা গেছে, ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ রুপি।

বিজয়-রাশমিকা অভিনীত ছবিটি শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু। বর্তমানে প্রায় ৩ হাজার স্ক্রিনে দেখানো হচ্ছে সিনেমাটি। খবর : ইন্ডিয়া টুডে