Home বিনোদন পরীর একটি ছবি বদলে দিলো সব ধারণা

পরীর একটি ছবি বদলে দিলো সব ধারণা

SHARE

ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। সম্প্রতি দাম্পত্যের টানাপোড়েনে আলোচনায় ছিলেন এই দম্পতি। সব বিভেদ ভুলে ফের একই ছাদের নিচে সুখে সংসার করছেন তারা।

নায়িকার ভাষ্যমতে, সন্তানের দিকে তাকিয়ে রাজের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। তবে তাদের সুন্দর জীবনের জন্য রাজের কিছু অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন। স্বামীকে সেভাবেই বোঝাচ্ছেন পরী।

অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও এ মুহূর্তে তিনি ব্যস্ত সিনেমার প্রচারণা নিয়ে। ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়ামের সঙ্গে অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি।

সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সোমবার (১৬ জানুয়ারি) রাজ ও রাজ্যের একটি ছবি পোস্ট করেছেন। তার ক্যাপশনে লেখেন, ‘তারা ভিটামিন ডি খায়’।

ছবিটি দেখেই ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসছেন তারা। কারণ অনেক ধারণাই বদলে গেল ভক্তদের। এভাবেই যেন সুখে থাকে পরীমণি এমনটাই মন্তব্যের ঘরে জানাচ্ছেন সবাই।

এর আগে, রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন পরীমণি।

আরও পড়ুন: পরীর নতুন মিশন ‘চলো বদলে যাই’
নতুন বছরের প্রথম প্রহরেই রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি। যা নিয়ে হইচই পড়ে যায় দেশের শোবিজ অঙ্গনে। রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তাদের দাম্পত্য কলহ। সংসার ভাঙার গুঞ্জন আরও জোরালো হয়। একই দিন অন্য স্ট্যাটাসে পরী তার ওপর গায়ে হাত তোলার মতো অভিযোগও করেন স্বামী রাজের বিরুদ্ধে।