মাত্র সাত মাসের পরিচয়। তাতেই প্রেমিক আদিল শাহ দুরানিকে বিয়ে করে ধর্ম বদলে ফাতিমা হয়েছেন রাখি সাওয়ান্ত। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সামাজিক মাধ্যমে বিয়ের ছবি ছড়িয়ে পড়লেও রাখিকে বিয়ের কথা অস্বীকার করেছিলেন আদিল। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই ড্রামা কুইন।
অবশেষে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন আদিল। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাখিকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার পেছনে সালমান খানের ভূমিকা রয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা একটি ভিডিওতে এই অভিনেত্রী বলেন, ‘সালমান ভাই আদিলকে ফোন করেছিলেন। সালমান আমার ভাই। ওকে (আদিল) জিজ্ঞাসা করেন।’
এরপর রাখির এসব কথার সঙ্গে সম্মতি জানান আদিলও। তাকে ফোন করে কী বলেছিলেন সালমান খান, তা প্রকাশ করেননি রাখি। এ বিষয়ে আদিল বলেন, ‘সালমান খান খুবই ভালো মানুষ। তিনি আমাকে কিছু কথা বলেছেন; আমিও বললাম ঠিক আছে।’
এদিকে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে এক অনুরাগী তার সঙ্গে ছবি তুলতে চাইছেন কিন্তু তিনি তাকে সরিয়ে দিয়ে বলেন, ‘আমার কাছে ঘেঁষবেন না। আমি বিবাহিত। আমি আদিলের স্ত্রী।’
সম্প্রতি ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন রাখির মা। ফেসবুক লাইভে এসে মায়ের জন্য কান্নাকাটি করে সবার কাছে আশীর্বাদও চেয়েছিলেন তিনি। এর একদিন পরে আদিলের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে।
খবরে থাকতে বরাবরই রাখি নানারকম চমক দিয়ে থাকেন। এই যেমন, ‘বিগ বস ১৫’-এর সময় রাখি হঠাৎই জানিয়ে দেন, তিনি রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ। এই রীতেশ নাকি থাকেন কানাডাতে। প্রেমিকের স্ত্রী-সন্তানও আছে। তবুও নাকি রাখিকে বিয়ে করেছেন তিনি। এমনকি, রীতেশকে বিগ বসের ঘরে নিয়ে এসেছিলেন রাখি। রীতেশকে দেখে সালমান বলেছিলেন, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন! সেই নিয়েও বিগ বসের অন্দরে হয়েছিল শোরগোল।
ক্যারিয়ারের শুরু থেকেই রাখি ঠোঁটকাটা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, স্তনের সাইজ বড় হলেই নাকি বলিউডে সুযোগ ঘটে। যা নিয়ে হইচই শুরু হয়েছিল বলিপাড়ায়।