মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিং সফরে যাচ্ছেন। উত্তেজনা কমানোর লক্ষ্যে দীর্ঘ প্রতীক্ষিত এ বৈঠকটির কথা মঙ্গলবার জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ব্লিংকেন ৫ ফেব্রুয়ারি বেইজিংয়ে যাবেন এবং সেখানে ৫ ও ৬ ফেব্রুয়ারি সেখানে সেখনকার শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তিনি একাধিক বৈঠক করবেন।
উল্লেখ্য, চীনে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগের মধ্যেই ব্লিংকেনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
খবর এএফপি