Home জাতীয় করোনাভাইরাস নিয়ে এখন কারও মনে ভয় নেই : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস নিয়ে এখন কারও মনে ভয় নেই : স্বাস্থ্যমন্ত্রী

SHARE

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনাভাইরাসের ভালো চিকিৎসা দেওয়া হয়েছে। সকলে টিকা পেয়েছেন। মানুষ ভালো আছেন। এ কারণে এখন হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, এখন কারও মনে ভয় নেই, সকলেই হাসপাতালে আসতে পারছে। কারণ, হাসপাতালে কেউ মাস্ক পরে না। এর অর্থ সবাই করোনার টিকা নিয়েছে। মনের ভেতর সবার সাহস রয়েছে। তারপরও জনগণকে সতর্ক থাকতে হবে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ও পুরাতন ভবন পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।