দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না এ অভিনেত্রীকে। অনেকটা বেছে বেছেই কাজ করেন তিনি। স্পর্শিয়া অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ‘বোধ’।
ওই সিরিজটিতে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। এরপর নতুন কোনো কাজে অনেকদিন দেখা যায়নি এই অভিনেত্রীকে। সম্প্রতি ‘এখানে নোঙর’ নামের একটি নতুন ওয়েব সিরিজে কাজ করছেন স্পর্শিয়া।
ছবিটি নির্মাণ করছেন পরিচালক মেহেদী রনি। ফিল্মটিতে একজন সারেংয়ের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। আর সারেংয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা আদর আজাদকে। ইতোমধ্যে শুটিংও শুরু করেছেন তিনি।
এই প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, আমি সবসময় গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে অভিনয় করতে পছন্দ করি। আর ছবির গল্প আমাকে টানলে, চরিত্র ছোট হলেও কাজ করতে কোনো আপত্তি নেই আমার। নতুন ওয়েব ফিল্মের গল্প এবং আমার চরিত্রটি অসাধারণ। আশা করছি দর্শকদের ভালো লাগবে।