Home খেলা ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা

SHARE

ঘরের মাটিতে আগামী ২৭ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে চলছে এসএ টোয়েন্টি লিগ। যেখানে অধিনায়ক বাভুমা ছাড়া ঘোষিত স্কোয়াডের সকলে খেলছেন। ফলে এক বছর পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরেছেন পেসার মাগালা। তবে তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিসকে ওয়ানডে দলে বিবেচনা করেনি বোর্ডের নির্বাচকরা।

আগামী মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ব্রেভিসকে বিবেচনা করা হবে। বর্তমানে এসএ-২০ লিগের রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, রাসি ভ্যান ডার ডুসেন, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), সিসান্দা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা ও তাবারিজ শামসি।