Home জাতীয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লির মৃত্যু

SHARE

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মফিজুল ইসলাম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। মফিজুল বরগুনার আবদুল আলীম রানার ছেলে।

বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম সংবাদমাধ্যমকে জানান, মফিজুল ইসলাম বরগুনা থেকে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। ময়দানে তার জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, আমবয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বাদ আসর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ান করেন পাকিস্তানের হারুন কুরেশী।

এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।