বিএনপি ভোটে না গিয়ে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, কারণ বিএনপি ভালো করেই জানে জনগণ তাদের ভোট দেবে না।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা যুবলীগের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি শুধু ক্ষমতা চায়। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কী করবে? আবারও গ্রেনেড হামলা করবে, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারবে। তারা শুধু রাস্তাঘাটে মিছিল করে, ভাঙচুর করে, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে।
তিনি বলেন, করোনাভাইরাসের ব্যয়বহুল চিকিৎসা প্রধানমন্ত্রী সবাইকে বিনামূল্যে দিয়েছেন। একেকজন ব্যক্তির পেছনে টিকার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ।