Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২১ জানুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (২০ জানুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৩৩ গ্রাম হেরোইন, ৪২ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ১১ ক্যান বিয়ার জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।