Home জাতীয় দুই বিলিয়নের ক্লাবে ‘অ্যাভাটার ২’

দুই বিলিয়নের ক্লাবে ‘অ্যাভাটার ২’

32
0
SHARE

ফের বিশ্বরেকর্ডে নাম লেখালেন বক্সি অফিসের রাজা-খ্যাত পরিচালক জেমস ক্যামেরন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার চলচ্চিত্র ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ ২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের তালিকায় প্রবেশ করেছে।
মুক্তির ষষ্ঠ সপ্তাহে এই অংকে পৌঁছালো চলচ্চিত্রটি। প্রথম সপ্তাহ থেকেই বক্স অফিসের শীর্ষস্থানে ছিল ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’।
‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ হলো ক্যামেরনের ২০০৯ সালের মুক্তিপ্রাপ্ত মহাকাব্যিক চলচ্চিত্র ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভাটার সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের তালিকার শীর্ষে রয়েছে।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভাটার বক্স অফিস তালিকার শীর্ষে অবস্থান করছে। সিনেমাটির মোট আয় ২.৮ বিলিয়ন ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’। সিনেমাটির মোট আয় ২.৭ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছে ‘টাইটানিক’ যার মোট আয় ২.২ মিলিয়ন। চতুর্থ স্থানে রয়েছে মার্ভেলের আরেক চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’। সিনেমাটির আয় ২.০৪৮ মিলিয়ন। পঞ্চম স্থানে রয়েছে ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স এওয়াকেনস’। সিনেমাটি ২.০৬৪ বিলিয়ন ডলার আয় করেছে। সদ্য মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামরনের ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ ২ বিলিয়ন ডলার আয় করে ষষ্ঠ চলচ্চিত্র হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে।