পুরোনো গাড়ির মতো দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি এখন নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে রাজশাহীর মাদরাসা মাঠ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, গাড়ি পুরোনো হয়ে গেলে যেমন মাঝেমধ্যে স্টার্ট দিতে হয়। বিএনপিও কদিন পরপর কর্মসূচি দিচ্ছে ওই পুরোনো গাড়ি স্টার্ট দেওয়ার মতো।
তিনি বলেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ মানুষের সঙ্গে রয়েছে। মানুষের খোঁজখবর, সুখে-দুঃখে, অভাব-অভিযোগে শুধু আওয়ামী লীগকেই পাওয়া গেছে। দেশে যখনই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয় তখন আওয়ামী লীগকেই পাওয়া যায়।
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাজশাহীতে লাখ লাখ মানুষের সমাবেশ হবে। এই মাঠে কোনোভাবেই এতো মানুষকে জায়গা দেওয়া যাবে না। মাঠের বাইরেও অনেক মানুষ থাকবে।