Home জাতীয় প্রতিদিন রাতে শাহজালাল বিমানবন্দরে ৫ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ

প্রতিদিন রাতে শাহজালাল বিমানবন্দরে ৫ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ

43
0
SHARE

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার কাজের জন্য আগামী দুই মাস প্রতিদিন রাতে ৫ ঘণ্টা সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে। আজ বুধবার মধ্যরাত থেকে এ সিন্ধান্ত কার্যকর হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনের লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল বিমানবন্দরের রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, লাইট প্রতিস্থাপনকালে আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে ১১টা ৩০ এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের আধিক্যতা দেখা যেতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দরে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি বাস্তবায়নের জন্য মনিটরিং টিম গঠন করেছে।