Home খেলা রিয়ালের দুর্দান্ত জয়, পয়েন্ট ব্যবধান কমলো বার্সার সঙ্গে

রিয়ালের দুর্দান্ত জয়, পয়েন্ট ব্যবধান কমলো বার্সার সঙ্গে

SHARE

লা লিগায় দুর্দান্ত জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোলে দারুণ জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি ২-০ গোলে জিতে কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে মার্কো আসেনসিও (৫২ মিনিটে) দলকে এগিয়ে নেয়ার পর ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়ে ৮ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। ব্যবধান আবারও ৫ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল মাদ্রিদ।
এখন পর্যন্ত ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫০। সমান সংখ্যক ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।