Home বিনোদন ‘পাঠান’ ঝড় থামার লক্ষণ নেই, নজর ৮০০ কোটির দিকে

‘পাঠান’ ঝড় থামার লক্ষণ নেই, নজর ৮০০ কোটির দিকে

SHARE

মুক্তির ১০ দিন অর্থাৎ দ্বিতীয় শুক্রবারও (৩ ফেব্রুয়ারি) জমিয়ে ব্যবসা করেছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ খানের প্রত্যাবর্তন বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। যে ঝড় আপাতত ধীর হওয়ার কোনো লক্ষণ নেই। এখন চোখ বৈশ্বিক ৮০০ কোটি রুপি আয়ের দিকে।
এতদিন দ্রুততম ৩০০ কোটি রুপির ভারতীয় ছবি ছিল ‘বাহুবলি টু’। সেই রেকর্ড আগেই ভেঙেছে। এখন দেশীয় স্তরে ৪০০ কোটির দৌড়ে এগিয়ে যাচ্ছে।
গত ২ ফেব্রুয়ারি অবধি ভারতে ‘পাঠান’-এর আয় ছিল ৩৬৪ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে, শুক্রবার পর্যন্ত সেই আয় দাঁড়িয়েছে ৩৮০ কোটি রুপির কাছাকাছি। আগামীকাল রয়েছে দ্বিতীয় সপ্তাহান্ত রোববার। নতুন কোনো রিলিজ না থাকায় এদিনও ‘পাঠান’ দেখবে দর্শক। এতে সিনেমাটি সহজে ৪০০ কোটির ঘর পার হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আবাক করার বিষয় হলো, ভারতের সমান্তরালেই ব্যবসা করছে আন্তর্জাতিক বাজারে। এ কারণে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা ও ডিম্পল কাপাডিয়া অভিনীত ‘পাঠান’ মাত্র ৯ দিনে বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপির ঘর অতিক্রম করেছে। এখন সামনে থাকছে একটিই লক্ষ্য, ৮০০ কোটি রুপি।