Home বিনোদন ১৬ কোটির সিনেমার আয় ৪০০ কোটি, দ্বিতীয় কিস্তির ঘোষণা

১৬ কোটির সিনেমার আয় ৪০০ কোটি, দ্বিতীয় কিস্তির ঘোষণা

SHARE

কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। গত বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় এটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি।
শুধু বক্স অফিস নয়, সিনেমাটি দর্শকেরও প্রশংসা কুড়িয়েছে। তারপর থেকে সিনেমাটির দ্বিতীয় পার্ট নির্মাণের গুঞ্জন শোনা গেলেও তা নিয়ে মুখ খুলেননি সংশ্লিষ্ট কেউ-ই। অবশেষে আলোচিত এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক ঋষভ শেঠি। খবর পিংকভিলার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেক্ষাগৃহে প্রদর্শনের শততম দিন পার করেছে কানতারা। এই সাফল্য উপলক্ষে সিনেমাটির পরিচালক-অভিনেতা ঋষভ শেঠি বেঙ্গালুরুতে পার্টির আয়োজন করেছিলেন। এ অনুষ্ঠানে কানতারা টু সিনেমা নির্মাণের ঘোষণা তিনি। তবে দ্বিতীয় পার্টকে প্রথম পার্ট বা প্রিকুয়্যেল বলছেন নির্মাতা। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
এ বিষয়ে ঋষভ শেঠি বলেন, ‘‘আপনারা যা দেখেছেন আসলে তা পার্ট-টু, আগামী বছর আসছে পার্ট-১। আমি যখন ‘কানতারা’ সিনেমার শুটিং করছিলাম, ওই সময়ে এই ভাবনাটা মাথায় এসেছে। কারণ কানতারার আরো গভীর ইতিহাস রয়েছে। আমরা কাজটি নিয়ে গবেষণা করছি, এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছি। খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের বিষয়ে বিস্তারিত জানাব।’’
‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে তা দেখিয়েছেন পরিচালক। হম্বেল ফিল্মস প্রযোজিত ‘কানতারা’ সিনেমার চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেছেন পরিচালক ঋষভ শেঠি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ।