Home জাতীয় ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি

ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি

SHARE

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত সবাই শহর ও যানবাহন বিভাগে কর্মরত ছিলেন। তাদের মধ্যে সমরেশ মন্ডলকে ট্রাফিক উত্তরা বিভাগে, আলী আহম্মেদ ও মো. আবু জাফরকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, মো. শাখাওয়াত উল্যাকে সুপ্রীম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্টের সিকিউরিটি বিভাগে এবং আব্দুর রহমানকে পরিবহন বিভাগে বদলি করা হয়েছে।