Home অন্যান্য ডিএমপির মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৯

ডিএমপির মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৯

SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের থেকে ১,০৫২ পিস ইয়াবা, ১১ গ্রাম ৩৩৭ পুরিয়া হেরোইন, ২ কেজি ১০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ১৪৮ বোতল ফেন্সিডিল ও ২ বোতল মদ উদ্ধার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল (১০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনেক মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে বলেও ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে।