Home রাজনীতি দিনে পদযাত্রা, রাতে কূটনৈতিকদের পদলেহন করে বিএনপি : তথ্যমন্ত্রী

দিনে পদযাত্রা, রাতে কূটনৈতিকদের পদলেহন করে বিএনপি : তথ্যমন্ত্রী

SHARE

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দিনের বেলা পদযাত্রা করে, আর রাতের বেলা কূটনৈতিকদের পদলেহন করে। বিএনপি আন্দোলনে সফল হবে না। এভাবে সরকারকে বিদায় জানাতে পারবে না।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সারাহ ইসলামের অঙ্গ সফলভাবে প্রতিস্থাপন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারাহ ইসলামের উদারতার প্রশংসা করে হাছান মাহমুদ বলেন, সারাহ ইসলামের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের ডা. অনেক দেশের তুলনায় মেধাবী। অনেক উন্নত দেশে হাউজ ডা. এর সেবা পেয়ে বিশেষজ্ঞের কাছে যেতে অনেক সময় লাগে। আমাদের এখানে যেকোনো রোগী অসুস্থ হলেই হাসপাতালে যেতে পারে।
এ সময় তথ্যমন্ত্রীকে দেহদানের আহ্বান জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। জবাবে মন্ত্রী বলেন, আমি ডায়বেটিসের রোগী। এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত জানাব। ডায়বেটিসের রোগী, শরীরের কোনো অংশ ভালো আছে কি না, তা দেখতে হবে।