Home খেলা আল নাসরের জয়ের দিনে গোলহীন রোনালদো

আল নাসরের জয়ের দিনে গোলহীন রোনালদো

SHARE

সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে আরও একটি গোলহীন ম্যাচ পার করলো তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই ফুটবলার গোল না পেলেও জয় পেয়েছে তার ক্লাব আল নাসর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আল তাওউনের বিপক্ষে ২-১ গোলের জয় পায় তারা।

আল তাওউনের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে আল নাসর। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় রোনালদোর ক্লাবটি। আব্দুল রহমান ঘারেবের গোলে ১-০ গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় আল নাসর, ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরেই ম্যাচে সমতা ফেরায় আল তাওউন। ম্যাচের ৪৭ মিনিটে আলভারো মেদ্রান গোল করলে ১-১ গোলে সমতায় ফেরে ম্যাচ। জয়সূচক গোলটির জন্য ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আল নাসরকে। ৭৮ মিনিটে আবদুল্লাহ মাদু গোল করলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এদিন গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন রোনালদো।