Home জাতীয় বিএনপি একটা বিষধর সাপ : তথ্যমন্ত্রী

বিএনপি একটা বিষধর সাপ : তথ্যমন্ত্রী

SHARE

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপি একটা বিষধর সাপ, তারা এখন পদযাত্রার নামে দম নিচ্ছে। সুযোগ পেলেই তারা ছোবল মারবে। তাই দলের নেতা কর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হবে। বিএনপি আমাদের খোঁচা মেরেছে, তাই আমরা মাঠে নেমেছি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

ড. হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা গুণ আছে, খোঁচা মারলেই জেগে ওঠে। আমরা মাঠ ছাড়ব না, জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। এর আগে আমরা মাঠ ছেড়ে যাব না।

এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশ হয়। এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিৎ রায় নন্দি, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সফুরা খাতুন, রংপুর-২ আসনের সাংসদ ডিউক চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।