Home খেলা সাকিববিহীন পেশোয়ার জালমির বড় পরাজয়

সাকিববিহীন পেশোয়ার জালমির বড় পরাজয়

SHARE

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পায় পেশোয়ার জালমি। ম্যাচটিতে খেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সাকিব ছাড়া খেলতে নেমে মুলতান সুলতানসের বিপক্ষে হেরে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার।
শুক্রবার টুর্নামেন্টটির পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান বনাম বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।
ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে মুলতান।
টার্গেট তাড়া করতে নেমে সাকিবের পেশোয়ার ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৮.৫ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। ৫৬ রানে জয় পায় মুলতান।