Home বিনোদন ভাইরাল ইমরানের ‘ঘুম ঘুম চোখে’

ভাইরাল ইমরানের ‘ঘুম ঘুম চোখে’

SHARE

হালের ক্রেজ কণ্ঠশিল্পী ইমরান। নিজের কণ্ঠশীলন, সুর সাধনা, সঙ্গীত পরিচালনা এবং মিউজিক ভিডিওতে অনবদ্য বিচরণের মাধ্যমে ইমরান নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। ক্যারিয়ারের শুরু থেকেই সব হিট গান উপহার দিয়েছেন শ্রোতা-দর্শকদের।

সম্প্রতি ইমরানের ‘ঘুম ঘুম চোখ’ শিরোনামের রোমান্টিক গানের মিউজিক ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতোমধ্যেই প্রায় দশ মিলিয়নের কাছকাছি ভিউ হয়েছে ভিডিওটির।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে গানের লিংকটি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন ইমরান। ক্যাপশনে লিখেছেন, ৯.৭ মিলিয়ন, ১০ মিলিয়নের খুব কাছাকাছি। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি আগুন ও ভিক্টরির ইমোজি।

জামাল হোসেনের কথায় রোমান্টিক ঘরানার এই গানটির সুর ও এতে কণ্ঠ দিয়েছেন ইমরান নিজেই। আর প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ব্যানারে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।