Home জাতীয় ‌‘বিএনপি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানাতে চেয়েছিল’

‌‘বিএনপি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানাতে চেয়েছিল’

SHARE

বিএনপি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শোনার পর মির্জা ফখরুল হাসপাতালে চলে গেছেন। আজ তারা বাংলাদেশকে অসুস্থ করতে চায়, দেউলিয়া করতে চায়।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের উদাহরণ হিসেবে তৈরি করছি। তার নেতৃত্বেই ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ উন্নত ও স্মার্ট হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যেত। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ গর্ব করে বুক চিতিয়ে পৃথিবীর মধ‍্যে দাঁড়িয়ে আছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনূর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়সহ অনেকেই উপস্থিত ছিলেন।