Home আন্তর্জাতিক আলোচনার জন্য চীনের সঙ্গে কাজ করা প্রয়োজন : জেলেনস্কি

আলোচনার জন্য চীনের সঙ্গে কাজ করা প্রয়োজন : জেলেনস্কি

SHARE

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের প্রয়োজন রয়েছে যুদ্ধ বন্ধে চীনকে সহায়তা করা।
ইউক্রেনে যুদ্ধ বন্ধে চীনের নীতিমালা উপস্থাপনের পর শুক্রবার জেলেনস্কি এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, চীন ইউক্রেন নিয়ে কথা বলা শুরু করেছে এবং এটি খারাপ নয়।
জেলেনস্কি বলেছেন, আমার মনে হয়েছে আমাদের আঞ্চলিক অখন্ডতা ও নিরাপত্তা ইস্যুতে দেশটির শ্রদ্ধাবোধ রয়েছে।
তিনি বলেছেন, এ বিষয়ে চীনের সঙ্গে আমাদের কাজ করা দরকার। একজনকে বিচ্ছিন্ন করতে প্রত্যেককে ঐক্যবদ্ধ করাই আমাদের কাজ।