ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আমেরিকা থেকে আজ সোমবার সকাল ৭.৩০ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে গেল বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড সিরিজের জন্য দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সাকিব ছাড়া এই অনুশীলনে ছিলেন দলের বাকি সদস্যরা। মূলত পারিবারিক কাজে থাকায় সেই অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। তবে সোমবার সেই ব্যস্ততা শেষে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।