Home আন্তর্জাতিক গ্রীসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২৬, আহত ৮৫

গ্রীসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২৬, আহত ৮৫

SHARE

গ্রীসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮৫ জন। দেশটির দমকম বাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
থেসালি অঞ্চলের গভর্নর বলেছেন, এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকি যাওয়ার পথে মধ্য গ্রীসের লারিসা শহরের বাইরে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসকেআইএ টিভিতে গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্টোস বলেছেন, ‘সংঘর্ষটি ছিল খুবই শক্তিশালী। দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে। সংঘর্ষের পর আগুন ধরে যাওয়া প্রথম দুটি বগি প্রায় ধ্বংস হয়ে গেছে। ’
দুর্ঘটনার পর প্রায় ২৫০ যাত্রীকে উদ্ধার করে বাসে করে থেসালোনিকি নিয়ে যাওয়া হয়েছে। ওই ট্রেনের এক যাত্রী রাষ্ট্রীয় সম্প্রচারকারী টেলিভিশন ইআরটিকে জানিয়েছেন, সুটকেস দিয়ে জানালা ভেঙে তিনি পালিয়ে বেঁচেছেন। একই টেলিভিশনকে আরও এক যাত্রী বলেছেন, ‘মনে হচ্ছিল যেন ভূমিকম্প আঘাত হেনেছে। ’ এক তরুণ যাত্রী এসকেএআই টিভিকে বলেছেন, ‘বগিতে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর যাত্রীরা চিৎকার করছিল। ’
এসকেএআই টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লাইনচ্যুত ট্রেনের ভাঙা জানালা দিয়ে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং ট্রেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে রাস্তা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে ধ্বংসাবশেষ। টর্চ হাতে ট্রেনে আটকে পড়া যাত্রীদের খোঁজ করতে দেখা গেছে উদ্ধারকর্মীদের।
দেশটির দমকল বাহিনীর মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস একটি টেলিভিশন ভাষণে বলেছেন, ‘দুটি ট্রেনের সংঘর্ষের তীব্রতা এতই ছিল যে, যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বেশ কঠিন হয়ে পড়েছে। ’